On Call

দ্বীনদার পাত্র চাই

Overview

Description

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

দয়া করে পোস্ট পুরোটা না পড়ে কেউ মেসেজ দিবেন না 🙏🙏🙏

বিয়ের জন্য ১০০% সিরিয়াস হলে পোস্ট পুরোটা পড়তে হবে ✔️

আমার বোনের জন্য একজন দ্বীনদার পাত্র চাই।

পাত্রীর নাম: পরে জানানো হবে

জন্ম সাল: 1999/10/20

গায়ের রং: শ্যামলা

উচ্চতা: ৫’

ওজন: ৩৭

পড়ালেখা: এইচএসসি পাস (২০১৮)

পারিবারিক আর্থিক অবস্থা: মধ্যবিত্ত /নিম্ন মধ্যবিত্ত

পরিবারের সদস্য সংখ্যা: ৪জন(মা,বাবা, ছোট ১ ভাই)

বাবার পেশা: আগে মুরগির ব্যবসা করত এখন কিছুদিন ধরে অবসর ছোট এক ভাই প্রবাসী।

বর্তমান ঠিকানা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ নিজেদের বাড়ি

স্থায়ী ঠিকানা: টাঙ্গাইল

বৈবাহিক অবস্থা: ১ মাসের সর্ট ডিভোর্সি (বাচ্চা নাই)।

👉ডিভোর্সের কারণ:

বিয়ে হচ্ছিল না হতাশায় পড়ে ২০২৩ সালে নিজের ইচ্ছায় এক এতিম ছেলেকে বিয়ে করে । পরিবারকে না জানিয়ে।

পরবর্তীতে জানা যায় ওই ছেলে একজন প্রতারক ওকে প্রচুর মারধর করে এমনকি ওকে ব্ল্যাকমেইল করে এক মাসের মধ্যে প্রায় 40 হাজার টাকার বেশি নিয়েছে। কোন কাজ কাম করতো না শারীরিক মানসিক নির্যাতন করতো এমনকি ওকে খেতেও দিত না।

পরবর্তীতে মামলা দেওয়া হয় মামলা দেওয়ার পর জানা যায় ওই ছেলের বাবা মা সবাই আছে এমনকি প্রাক্তন স্ত্রী এবং একটি বাচ্চা মেয়েও আছে।

মামলার কথা শুনে ছেলে নিখোঁজ হয়ে যায় পরবর্তীতে মেয়ের পক্ষ থেকে ডিভোর্স দিয়ে দেন।

👉পাত্রীর দিনদারিত্ব:

পাঁচ ওয়াক্ত নামাজ পড়া পর্দা করা মাঝেমধ্যে হাদিসের বই পড়েন।

পাত্রী খুবই সহজ সরল মিশুক একটা মেয়ে।

👉যেমন পাত্র প্রত্যাশা : দ্বীনদার ধার্মিক নম্রভদ্র। সৎ চরিত্রের যেকোনো হালাল উপার্জনকারী।

আর্থিক অবস্থার রূপ গুণ সব দিকে সমঝোতা রেখে ইসলামী শরীয়ত অনুযায়ী কুফি মিলিয়ে একজন সৎপাত্র খুঁজছি।

এমন কেউ যদি হন আমার বোনের মতই অনেক কঠিন ভাবে ঠকে গিয়েছিলেন প্রতারণার শিকার হয়েছিলেন তাহলে আরো ভালো হয়।

নারায়ণগঞ্জের ভিতরে হলে ভালো হতো।✔️

অবিবাহিত ডিভোর্সি বিধবা কোন সমস্যা নেই বাচ্চা না থাকলে ভালো হয় ✔️

মাসনা বা ২য় বিয়ে যারা করতে চান তারা ১০০ হাত দূরে থাকবেন🚫

👉বি:দ্র:

কেউ মজা করার জন্য মেসেজ দিবেন না বিপদের পড়া মেয়ের সাথে মজা করে অমানুষের পরিচয় দিবেন না।

আরেকটা কথা অতিরিক্ত বড়লোক কেউ মেসেজ দিয়ে বড়লোকি দেখালে টাকার শো অফ করলে তার মুখে জুতা দিয়ে পিটায়া বড়লোকের সম্মান করব।👠👠👠

এখানে অতিরিক্ত বড়লোক চাই নেই এসব অসুস্থ কাজ কেউ করবেন না।

অবিবাহিত কেউ 100% বিয়ের জন্য সিরিয়াস না হয়ে মজা করার জন্য বিরক্ত করলে তাদেরও জুতার বাড়ি মিস হবে না👠👠👠

👉এবার সিদ্ধান্ত আপনাদের জুতার বাড়ি খেয়েও মজা করবেন কি না ?

বিয়ে কোনো মজা করার ইসু না।ধন্যবাদ।

Show more

Leave a Review

Your email address will not be published. Required fields are marked *